ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

র‍্যাঙ্কিংয়ে সাকিব-তাইজুল-নাঈমের উন্নতি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ১০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
র‍্যাঙ্কিংয়ে সাকিব-তাইজুল-নাঈমের উন্নতি

ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবেন বাংলাদেশের ক্রিকেটাররা। একমাত্র টেস্টে আফগানদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। তবে এই টেস্টের পারফরম্যান্সে ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বেশ কজনের।

সোমবার শেষ হওয়া টেস্টে আফগানিস্তানের কাছে ২২৪ রানের বিব্রতকর এক হার সঙ্গী করে বাংলাদেশ। মঙ্গলবার নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ করে উন্নতি হয়েছে দুই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের। সাকিব ২১তম, তাইজুল ২২তম স্থানে আছেন। অফ স্পিনার নাঈম হাসান এগিয়েছেন ২১ ধাপ, আছেন ৬৬তম স্থানে।

অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন আফগানিস্তানের খেলোয়াড়রা। দুই ইনিংসেই ফিফটি করা প্রাক্তন অধিনায়ক আসগর আফগান ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৪৭ ধাপ এগিয়ে ৬৩তম স্থানে আছেন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রহমত শাহ এগিয়েছেন ২৮ ধাপ, আছেন ৬৫তম স্থানে।

ম্যাচে ১১ উইকেট নিয়ে আফগানিস্তানের জয়ের নায়ক অধিনায়ক রশিদ খান। এই লেগ স্পিনার বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠে এসেছেন।

ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আগের মতো যথারীতি শীর্ষে আছেন স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স ও জেসন হোল্ডার।

সাকিব অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন। বেন স্টোকস দুই থেকে চারে নেমে গেছেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১০ সেপ্টেম্বর ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়