ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

লকডাউনে ক্রিকেটারদের ছোট-ছোট কাজ করার পরামর্শ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ১৩ এপ্রিল ২০২১   আপডেট: ২০:৪৬, ১৩ এপ্রিল ২০২১
লকডাউনে ক্রিকেটারদের ছোট-ছোট কাজ করার পরামর্শ

সাতদিনের সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে বুধবার (১৪ এপ্রিল) থেকে। এ সময়ে কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ার সুযোগ নেই। ফলে ক্রিকেটারদের ঘরবন্দী হয়ে থাকতে হবে। এর আগে লকডাউনে ব্যক্তিগত ব্যবস্থায় মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছিলেন ক্রিকেটাররা। বিসিবিও নিজেদের দুয়ার খোলা রেখেছিল। কিন্তু এবারের লকডাউনে বিসিবির কার্যালয় ও শের-ই-বাংলায় ঝুলবে তালা। ফলে ক্রিকেটারদের অনুশীলন করার সুযোগ নেই।

এজন্য চার দেয়ালে থেকে ফিটনেস ও ব্যাটিং-বোলিং নিয়ে ছোট-ছোট কাজ করার পরামর্শ দিলেন বিসিবির কোচ মিজানুর রহমান বাবুল। মঙ্গলবার (১৩ এপ্রিল) তিনি গণমাধ্যমে বলেন, ‘লকডাউনে স্কিল নিয়ে কাজ করার সুযোগ নেই। ঘর থেকে তো বের হতে পারছেন না। কিছু ছোট ছোট ড্রিল করা যায়। যাদের ঘরের সামনে জায়গা আছে কিংবা গ্যারেজে ড্রিল করা যায়। সেটা টেনিস বলেও করতে পারে। যার করার ইচ্ছে আছে, তারা এই ড্রিলগুলো করলে উপকার তো হবেই।’

পাশাপাশি ফিটনেস নিয়ে কাজ করারও তাগিদ দিলেন তিনি, ‘ফিটনেসে কিছুটা সমস্যা তো হবেই এতদিন ঘরে বসে থাকলে। তবে খেলোয়াড়েরা এখন অনেক সচেতন। প্রায় দুই বছর ধরে দেখছি তারা ব্যক্তিগতভাবেই কাজ করে। আস্তে আস্তে সচেতনতা আরও বাড়ছে। অনেকেই ঘরে বসে বেশ কাজ করে। এই ধারাবাহিকতা থাকতে হবে। তাহলে হুট করে খেলা শুরু হলেও নিজেদের তৈরি রাখতে পারবে।’

জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ত সূচি থাকলেও ঘরোয়া ক্রিকেটারদের লকডাউন মানেই আয়ের পথ বন্ধ হয়ে যাওয়া। জাতীয় ক্রিকেট লিগ দিয়ে আবার মাঠে ক্রিকেট গড়ালেও লকডাউনের কারণে অনির্দিষ্টকালের জন্য লিগের খেলা বন্ধ করা হয়েছে। সামনে সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে লিগের ভবিষৎ।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়