ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লক্ষ্মীপুরে সরকারি মূল্যে ধান ক্রয় শুরু

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১৪ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লক্ষ্মীপুরে সরকারি মূল্যে ধান ক্রয় শুরু

লক্ষ্মীপুরে সরকারি নির্ধারিত মূল্যে আমন ধান ক্রয় শুরু হয়েছে।

শনিবার সদর উপজেলার খাদ্য গুদাম কার্যালয় প্রাঙ্গণে ধান ক্রয়ের উদ্বোধন করা হয়। এর আগে বৃহস্পতিবার জেলার রায়পুর ও কমলনগরে উপজেলায় ধান ক্রয় শুরু করেছেন সংশ্লিষ্টরা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অন্যান্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা খাদ্য নিয়ন্ত্রক সাহেদ উদ্দিন আহমেদ, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রামীম পাঠান প্রমুখ।


লক্ষ্মীপুর/ফরহাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়