ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লাক্স তারকা তাজ্জির দিনকাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ৪ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লাক্স তারকা তাজ্জির দিনকাল

মেয়ের সঙ্গে সৈয়দা তাজ্জি

লাক্স তারকা সৈয়দা তাজ্জি। ২০০৮ সালে এই সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ নির্বাচিত হন তিনি। এরপর অভিনয় করেন নাটক-টেলিফিল্ম ও বিজ্ঞাপনে। এখন স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়াতে পুরোপুরি থিতু হয়েছেন। সেখানে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে একটি প্রতিষ্ঠানে মার্কেটিং কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন।

কিছুদিন আগে দুই মাসের ছুটিতে দেশে এসেছেন তাজ্জি। এসেই অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। ভিন্ন ঘরানার বেশকিছু কাজ করেছেন তিনি। তারমধ্যে অন্যতম হলো—বায়োস্কোপ অরিজিনালের জন্য নির্মিত একটি ওয়েব সিরিজ। প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক সমরেশ মজুমদারের ‘উৎসবের রাত’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। আলফা আই প্রযোজিত এই ওয়েব সিরিজ পরিচালনা করেছেন কলকাতার সায়ান দাসগুপ্ত।

এতে মাহী চরিত্রে অভিনয় করেছেন তাজ্জি। সম্প্রতি কলকাতায় টানা নয়দিন শুটিং করেছেন তিনি। এ অভিনেত্রী বলেন, ‘এই কাজের বিষয়ে আলফা আইয়ের শাহরিয়ার শাকিল ভাই আমাকে অস্ট্রেলিয়াতে থাকা অবস্থায়ই বলেছিলেন। দেশে এসে কাজটি করব তা আগে থেকেই ঠিক করা ছিল। তবে গল্প এবং চিত্রনাট্যের বিষয় দেশে আসার পর জানতে পারি। এতে মাহী চরিত্রে অভিনয় করেছি। এমন একটি টিমে কাজ করতে পেরে সত্যিই মুগ্ধ।’

তরুণ নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ‘বুঝ বালিকা অবুঝ বালক’ নামে একক একটি নাটকে কাজ করেছেন তাজ্জি। আলফা আই প্রযোজিত এ নাটকে তাজ্জির বিপরীতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। এছাড়া নির্মাতা গৌতম কৈরির একটি নাটকে অভিনয় করেছেন। বেশকিছু ফটোশুট ও ওভিসির কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন তাজ্জি।

কয়েক বছর আগে স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান ছোট পর্দার এই অভিনেত্রী। কন্যা আর স্বামীকে নিয়ে সিডনীতে সংসার করলেও সাংস্কৃতিক কাজগুলো ঠিকই করে যাচ্ছেন। দেশ ছাড়লেও অভিনয় ছাড়তে পারেননি। সুযোগ পেলেই নাটক আর উপস্থাপনা করছেন এই অভিনেত্রী। তাজ্জির ভাষায়, ‘আমি অস্ট্রেলিয়াতে যাওয়ার পর যখনই কোনো কাজের প্রস্তাব পেয়েছি, তখনি দেশে ছুটে এসেছি। কারণ অভিনয় ও এই প্ল্যাটফর্মকে খুব ভালোবাসি। প্রতি দেড় দুই বছর পর পর দেশে এসে নাটক, উপস্থাপনা, ফটোশুট এবং বিজ্ঞাপনে কাজ করে থাকি।’

অস্ট্রেলিয়াতে সংসার আর চাকরি ছাড়াও তাজ্জি দেশের নারীদের নিয়ে কিছু কাজ করছেন। জীবনের চরম বাস্তবতায় একজন নারী যখন কূলকিনারা খুঁজে পান না কিংবা জীবনের অর্থ যখন হারিয়ে যায় নামহীন ব্যর্থতায়, তখন মানুষটি এই পৃথিবীর মায়া ত্যাগ করতে চান। এমন নারীদের জন্য ‘স্টারমামস’ নামে একটি প্ল্যাটফর্ম চালু করেছেন। যেখানে নারীদের মানসিক সমস্যা নিয়ে কাজ করেন তিনি।

এ প্রসঙ্গে তাজ্জি বলেন, ‘আমার এই প্ল্যাটফর্ম বাংলাদেশের মেয়েদের সাপোর্ট দেয়ার জন্য তৈরি করা হয়েছে। ইদানিং আমাদের সমাজে কিছু নারীর মধ্যে নানা প্রতিবন্ধকতা আর মানসিক শক্তির অভাব দেখতে পাচ্ছি। যেকোনো ঘটনা ঘটলেই তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, যা একজন মানুষকে অনেকটা পিছিয়ে দেয়। ফলে নারীরা আত্মহত্যার দিকেও ঝুঁকে পড়েন। স্টারমামস সেসব নারীদের জন্য, যারা প্রপার কাউন্সিলিং এবং ইতিবাচক দিক নির্দেশনা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। তখন তার পাশে থাকছে স্টারমামস।’

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়