ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

লাগেজ বহনকারী ট্রলির নিচে সোনা

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লাগেজ বহনকারী ট্রলির নিচে সোনা

নিজস্ব প্রতিবেদক : অভিনব কায়দায় লাগেজ বহনকারী ট্রলির নিচে রাখা পৌনে ২ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই সোনা উদ্ধার করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, যাত্রী মোহাম্মদ মান্নান মিয়া দুবাই থেকে ওমান হয়ে বাংলাদেশ বিমানের BG122 ফ্লাইটে বেলা ১১টায় ঢাকায় অবতরণ করেন। সোনাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি পেশায় একজন গাড়িচালক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম। আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইন ও বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে সূত্র আরো জানায়, দুবাই থেকে আগত বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে লাগেজ বহনকারী ট্রলির ট্রের নিচে চুম্বকের সাহায্যে লুকানো সোনার সন্ধান পায় শুল্ক গোয়েন্দা। এগুলো স্কচটেপ দিয়ে মোড়ানো এবং চুম্বক দিয়ে আটকানো ছিল।

উদ্ধারকৃত পাঁচটি টুকরা খুলে প্রতিটির ভেতর তিন পিস করে সর্বমোট ১৫ পিস সোনার বার পাওয়া যায়। প্রতিটির ওজন ১০ তোলা করে সর্বমোট ১৫০ তোলা। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৭/এম এ রহমান/ইভা/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়