ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

লালবাগে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২১, ১৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লালবাগে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর লালবাগের পোস্তা প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন) দীলিপ কুমার ঘোষকে কমিটির প্রধান করা হয়েছে। সহকারী পরিচালক (এডি) আব্দুল হালিম এবং উপ-সহকারী পরিচালক (ডিএডি) নিউটন দাস কমিটির সদস্য।

বুধবার রাতে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। পোস্তা ঢালের ওয়াটার অক্সফোর্ড রোডে রাত পৌনে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। তিনতলা ভবনে হাজী টিপুর প্লাস্টিক কারখানা রয়েছে।

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৯/মাকসুদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়