ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

লিটনকে খুঁজে পাচ্ছে না পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লিটনকে খুঁজে পাচ্ছে না পুলিশ

দক্ষিণখানে তিন হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ইঞ্জিনিয়ার রাকিব উদ্দিন ভূঁইয়া লিটনকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তাকে গ্রেপ্তারে পুলিশ, র‌্যাবসহ সরকারের গোয়েন্দা সংস্থাগুলো অভিযান অব্যাহত রেখেছে।

মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণখান থানা পুলিশ জানায়, ‘প্রেমবাগানের যে বাসায় নৃশংস এ হত্যাকাণ্ড সংঘটিত হয়, সেখান থেকে উদ্ধার ডায়েরিতে লিটন তার লাশ রেললাইনে পাওয়ার কথা উল্লেখ করেছিলেন। তারই সূত্র ধরে কমলাপুর জিআরপি থানার মাধ্যমে সব রেলওয়ে থানায় লিটনের ছবিসহ বার্তা পৌঁছে দেয়া হয়ে। কিন্তু মঙ্গলবার বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। একই সঙ্গে প্রযুক্তির নানা সহযোগিতা নিয়ে গোয়েন্দারা কাজ করছে লিটনকে গ্রেপ্তারে।

উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নাভিদ কামাল শৈবাল অবশ্য বলছেন, লিটন আত্মহত্যা করেননি, তিনি পালিয়ে আছেন। তবে যেখানেই পালিয়ে থাকুক, ছবি এবং প্রযুক্তি সহযোগিতা নিয়ে শিগগিরই গ্রেপ্তার করা হবে। এরপরই ঘটনা বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।’

পুলিশ কমকর্তা আরও বলেন, ‘লিটনের একটি বাজে নেশা ছিল, যা প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি। তবে তাঁর স্বজনেরা নির্দিষ্ট করে আমাদের কিছুই বলছেন না।’

এদিকে তদন্ত সংশ্লিষ্ট একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে, লিটন বিটিসিএলের সহকারী উপ প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু তিনি বিভিন্ন সময় অনলাইনে পড়ে থাকতেন। অনলাইনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বা জুয়াড়িদের সঙ্গে জুয়া খেলতেন। যা তার পরিবারের কেউ বুঝতে পারেনি। জুয়া খেলতে গিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছে প্রায় এক কোটি টাকা নিয়ে ঋণগ্রস্থ হয়ে পড়েন। ঋণের টাকা কীভাবে পরিশোধ করবেন, সে চিন্তায় মূলত হতাশায় থকতেন। এরপর লিটন হত্যার পরিকল্পনা করে থাকতে পারেন।’

প্রসঙ্গত শুক্রবার রাজধানীর দক্ষিণখানের প্রেমবাগান রোডের পাঁচতলা বাড়ির চারতলার একটি ফ্ল্যাট থেকে লিটনের স্ত্রী মুন্নি, তাদের ১২ বছরের ছেলে ফারহান উদ্দিন ভূঁইয়া ও তিন বছরের মেয়ে লাইবার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লিটনকে আসামি করে মামলা করেন মুন্নির ভাই।


ঢাকা/মাকসুদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়