ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লিবিয়ায় অভিবাসীরা ফের আটক কেন্দ্রে

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ১৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লিবিয়ায় অভিবাসীরা ফের আটক কেন্দ্রে

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি আটক কেন্দ্রে আবারও অভিবাসন প্রত্যাশীদের নিয়ে যাওয়া হচ্ছে। গত সপ্তাহে ওই আটক কেন্দ্রে বিমান হামলায় ৫০ অভিবাসন প্রত্যাশী নিহতের পরেও তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার দাতব্য সংস্থা মেডিসিন সানস ফ্রন্টেয়ার্স  বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার ত্রিপোলির তাজৌরার আটক কেন্দ্রটিতে ৯৫ জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে কয়েকজনকে ওই এলাকা থেকে আটক করা হয়েছে এবং অন্যদের শহরের আরেকটি আটক কেন্দ্র থেকে নিয়ে আসা হয়েছে।

গত ৩ জুলাই আটক কেন্দ্রটিতে বিমান হামলার পর সেখানে থাকা অন্য অভিবাসন প্রত্যাশীরা অন্যত্র চলে যায়। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লিবিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে এই হামলা চালিয়েছিল বিদ্রোহী নেতা খলিফা  হাফতারের অনুগত বাহিনী। দ্বিতীয়বার বিমান হামলা হতে পারে আশংকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছিল।

তাজৌরি আটক কেন্দ্রের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা কাজ শুরু করেছি এবং আরো অভিবাসন প্রত্যাশীকে পাচ্ছি।’


রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়