ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

লুৎফুজ্জামান বাবর হাসপাতালে

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৮, ২০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লুৎফুজ্জামান বাবর হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, সিলেট: কারাবন্দি বিএনপি জোট সরকারের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার সকাল পৌনে এগারোটায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে সোয়া দশটায় কারা কর্তৃপক্ষ তাকে নিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগার-১ থেকে প্রিজন ভ্যানে করে হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেয় ।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো: আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 'নিয়মিত চেকআপের অংশ হিসেবে লুৎফুজ্জামান বাবরকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের চিকিৎসক ডা. আবু নাঈম আহমেদের অধীনে তিনি চিকিৎসা নিচ্ছেন।'

'তার উন্নত চিকিৎসা প্রয়োজন হলে চিকিৎসকরা দেখবেন। বাবর এর যে শারীরিক অবস্থা তাতে মনে হয় না তাকে ঢাকায় নেওয়া লাগবে’, জানান তিনি।

লুৎফুজ্জামান বাবর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা ও দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। একই সাথে প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি। এ মামলা সিলেট আদালতে বিচারাধীন হওয়ায় বাবরকে সিলেট কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।




রাইজিংবিডি/ সিলেট/ ২০ এপ্রিল ২০১৯/ আব্দুল্লাহ আল নোমান/ টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়