ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চাদে জঙ্গি হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাদে জঙ্গি হামলায় নিহত ৫০

লেক চাদে সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। ক্যামেরুন ও চাদ সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় মেয়র আলি রামাত বেঁচে যাওয়া লোকদের বরাত দিয়ে জানিয়েছেন, হামলাকারীরা ব্যবসায়ীর ছদ্মবেশে এসেছিল এবং তারা জেলেদের ওপর হামলা চালায়।

গত ২২ ‍ডিসেম্বর এই হামলা চালানো হয়। তবে প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এই খবর প্রকাশ পৌঁছতে দেরি হয়।

২০০৯ সালে নাইজেরিয়ায় বোকো হারাম গঠিত হয়। এরপর থেকে এই সন্ত্রাসী গোষ্ঠীটি প্রতিবেশী চাদ, ক্যামেরুন ও নাইজারে হামলা চালিয়ে আসছে।

ক্যামেরুনের দূরবর্তী উত্তরাঞ্চলের শহর দারাকের মেয়র রামাত জানান, নিহতদের মধ্যে ২০ জন ক্যামেরুনের নাগরিক। অন্যদের পরিচয় এখনো জানা যায় নি।

তবে ধারণা করা হচ্ছে, নিহতরা কয়েকটি দেশের নাগরিক। তারা লেকে মাছ ধরার জন্য গিয়েছিল।

বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, ডিসেম্বরের শেষ দিকে স্থানীয়রা নিখোঁজদের সন্ধানে লেকে একটি অনুসন্ধান দল পাঠায়। ওই দলটি লেকে ভাসমান অবস্থায় লাশগুলো দেখতে পায়।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ