ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘শতভাগ বিদ্যুতায়নে ভালো সিদ্ধান্ত নিতে হয়’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ২৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শতভাগ বিদ্যুতায়নে ভালো সিদ্ধান্ত নিতে হয়’

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের লক্ষ্যমাত্রা এ বছরের মধ্যেই শতভাগ বিদ্যুতায়ন। এজন্য মাঝেমাঝেই আমাদেরকে ভালো কিছু সিদ্ধান্ত নিতে হয়।

সোমবার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ‘বাংলাদেশ ন্যাশনাল কমিটি অব আইইউসিএন প্লাটফর্ম ফর সাসটেইনেবল বায়োডাইভার্সিটি কনভারসেশন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এম এ মান্নান বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে মাঝেমাঝে ক্ষমতাসীন দলকে কথা শুনতে হয়। আমরা এ বিষয়ে সতর্ক আছি। আপনারাই বলুন, সুন্দরবন কি আমাদের ঐতিহ্য বা সম্পদ নয়? তবে ভালো কিছু করার জন্য একটা ব্যালেন্স আমাদের করতে হচ্ছে। এই বনের কিছুই কাটা হবে না।

মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জাতিসংঘসহ বিশ্বের উন্নত দেশগুলো তহবিল দেয়ার কথা বললেও তা দেয় না। উন্নত বিশ্ব ও দেশের অন্য রাজনৈতিক দলগুলো বাংলাদেশের প্রকৃতি ধ্বংসের জন্য দায়ী। আমরা খাপ খাইয়ে প্রকৃতির সঙ্গে থাকতে চাই। সেটাই বাংলাদেশ সরকারের মূলনীতি।


রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৯/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়