ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শতাধিক রিকশাওয়ালাকে মাস্ক পরালেন শিক্ষক-শিক্ষার্থীরা

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শতাধিক রিকশাওয়ালাকে মাস্ক পরালেন শিক্ষক-শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ধুলা ও জীবাণু থেকে রক্ষার জন্য শতাধিক রিকশাচালককে মাস্ক পরিয়েছেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার ফার্মগেট-মিরপুর রোডে যাতায়াতকারী শতাধিক রিকশাওয়ালাকে মাস্ক পরান ওই বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল বন্ডিং ক্লাবের সদস্যরা।

গ্রিন ইউনিভার্সিটির ট্রেজারার ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সচেতনতামূলক এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম (এলপিআর), সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ড. আবুল হোসেন, সহকারী অধ্যাপক শামীমা আক্তার, গ্রিন সোশ্যাল বন্ডিং ক্লাবের মডারেটর সিনিয়র লেকচারার আহসান হাবীব, সিনিয়র লেকচারার মো. সামিউল ইসলাম, সাকিবা ফারজানা, লেকচারার মো. মুনিরুজ্জামান, ক্লাব সভাপতি খালেদা আফরীন সাথী, সাধারণ সম্পাদক রিফাত হোসেন, জিনিয়া ফেরদৌস, মো. শফিকুল ইসলামসহ অন্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৭/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়