ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শপথ নিলেন খুলনা-যশোরের ৪৮ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৭, ১৪ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শপথ নিলেন খুলনা-যশোরের ৪৮ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

শপথ পাঠ করছেন খুলনা-যশোরের ৪৮ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনা বিভাগের ১৬ উপজেলার নবনিবার্চিত ৪৮ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে খুলনা ও যশোর জেলার ১৬জন উপজেলা চেয়ারম্যান, ১৬জন ভাইস চেয়ারম্যান ও ১৬ জন মহিলা ভাইস চেয়ারম্যানকে সোমবার শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

শপথ অনুষ্ঠানে খুলনার স্থানীয় সরকার বিভাগের পরিচালক হোসেন আলী খোন্দকার সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

শপথ বাক্য পাঠ করেন- খুলনার দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম (স্বতন্ত্র), ভাইস চেয়ারম্যান (পুরুষ) মোহাম্মদ আলী রেজা বাঁচা, ভাইস চেয়ারম্যান (মহিলা) মমতাজ শিরিন ময়না, কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) অ্যাডভোকেট কমলেশ কুমার সানা, ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসিমা আলম, দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান (স্বতন্ত্র), ভাইস চেয়ারম্যান (পুরুষ) গৌরপদ বাছাড়, ভাইস চেয়ারম্যান (মহিলা) খাদিজা আক্তার, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) শেহাব উদ্দিন ফিরোজ বুলু, ভাইস চেয়ারম্যান (মহিলা) লিপিকা ঢালী, রূপসা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, ভাইস চেয়ারম্যান (মহিলা) ফারহানা আফরোজ মনা, তেরখাদা উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম (স্বতন্ত্র), ভাইস চেয়ারম্যান (পুরুষ) শারাফাত হোসেন, ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা খান, ফুলতলা উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) কেএম জিয়া হাসান তুহিন, ভাইস চেয়ারম্যান (মহিলা) ফারজানা ফেরদৌসী নিশা এবং বাটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) নিতাই গাইন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) চঞ্চলা মন্ডল।

যশোরের সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার (আওয়ামী লীগ), বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল (আওয়ামী লীগের বিদ্রোহী), ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম (আওয়ামী লীগের বিদ্রোহী), চৌগাছা উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান লাড্ডু (আওয়ামী লীগ), অভয়নগর উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর (আওয়ামী লীগ), মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম (আওয়ামী লীগ), কেশবপুর উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম (আওয়ামী লীগের বিদ্রোহী) ও শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।

শপথ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদেরকে প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে সততা, নিষ্ঠা ও সরকারের নির্দেশনা মোতাবেক কল্যাণকর উপজেলা গড়ে তোলার আহবান জানান বিভাগীয় কমিশনার।

অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা সরকারের উন্নয়ন ও সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার সকল পরিকল্পনা ও কর্মসূচী সুষ্ঠুভাবে পালন এবং জনঅংশগ্রহণে ক্ষুধা-দারিদ্র, মাদক ও অনিয়ম-দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার  প্রত্যয় ব্যক্ত করেন।




রাইজিংবিডি/ খুলনা/ ১৪ মে ২০১৯/ মুহাম্মদ নূরুজ্জামান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়