ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শর্টসার্কিট থেকেই ইসিতে আগুন

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শর্টসার্কিট থেকেই ইসিতে আগুন

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন ভবনের বেজমেন্টের অগ্নিকাণ্ড শর্টসার্কিট থেকে হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ও এই অগ্নিকাণ্ডের তদন্ত কমিটির সভাপতি মোখলেসুর রহমান।

এছাড়া অগ্নিকাণ্ডে ৩ কোটি ৭৭ লাখ ২১ হাজার ১৬৯ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

অগ্নিকাণ্ডের পরে এই তদন্ত কমিটিকে তিন কার্যপরিধি নির্ধারণ করে দেয়া হয়। সেগুলো হলো- অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার কারণ ও উৎস নির্ণয়, অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ (আর্থিক মূল্যসহ) এবং ভবিষ্যতে এ ধরনের অগ্নিকাণ্ড যাতে না ঘটে সে সংক্রান্ত সুপারিশ প্রণয়ন।

কমিটি গঠন করার পর মঙ্গল ও বুধবার বৈঠকে বসেন কমিটির সদস্যরা। পরে বৃহস্পতিবার ইসির কাছে তাদের প্রতিবেদন জমা দেন।


রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৯/হাসিবুল/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়