ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শহীদ অস্ট্রেলিয়া যাচ্ছেন, লাগতে পারে অস্ত্রোপচার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ২৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শহীদ অস্ট্রেলিয়া যাচ্ছেন, লাগতে পারে অস্ত্রোপচার

মোহাম্মদ শহীদ (ফাইল ছবি)

ক্রীড়া প্রতিবেদক : গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে ডান হাঁটুতে চোট পান ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা মোহাম্মদ শহীদ। তারপর থেকেই মাঠের বাইরে আছেন জাতীয় দলের ডানহাতি এই পেসার। চলছে পুনর্বাসন প্রক্রিয়া। এবার তাকে অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ সার্জনের কাছে পাঠানো হচ্ছে। অস্ত্রোপচার লাগতে পারে তার।

শনিবার বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, ‘ও পায়ে চোট পেয়েছে। গত প্রায় মাস খানেক ধরে আমরা এখানে ওর নিবিড় পুনর্বাসনের চেষ্টা করছিলাম। কিন্তু আমাদের মনে হচ্ছিল, নিবিড় এই পুনর্বাসনেও হয়তো ওর পুরোপুরি রিকভারি হবে না। এই জন্য ওকে আমরা অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ সার্জনের কাছে পাঠানোর চেষ্টা করছি। সব লজিস্টিক ব্যাপার ঠিক হলে আশা করছি, সামনের সপ্তাহে ও অস্ট্রেলিয়ায় যাবে।’

অস্ট্রেলিয়ায় পরীক্ষার পর সার্জন যদি প্রয়োজন মনে করেন তাহলে সেখানেই শহীদের অস্ত্রোপচার করানো হবে বলে জানালেন দেবাশিস চৌধুরী, ‘সেখানে সার্জন আবার ওর অবস্থা পরীক্ষা করে দেখবেন। যদি সার্জন মনে করেন, অস্ত্রোপচার প্রয়োজন তাহলে সেখানেই হবে। আমাদের ধারণা হচ্ছে, ওর অস্ত্রোপচার লাগতে পারে। কিন্তু শেষ সিদ্ধান্ত যিনি অস্ত্রোপচার করাবেন তিনিই দেবেন। অস্ট্রেলিয়ায় মেলবোর্নে যে আমাদের পুরনো বন্ধু ডা. ডেভিড ইয়াং তার কাছেই যাচ্ছে শহীদ।’

অস্ত্রোপচার হলে পাঁচটি টেস্ট খেলা এই পেসারকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে বলেও জানালেন বিসিবির প্রধান চিকিৎসক, ‘পেসার বোলারের জন্য অস্ত্রোপচার খুব গুরুত্বপূর্ণ। অন্য কোনো খেলোয়াড় হলে হয়তো এটাকে ম্যানেজ করা যায়। কিন্তু পেস বোলারদের এই চোট অন্য সমস্যায় ফেলে। বারবার চোটে পড়ার একটা সম্ভাবনা থেকে যায়। সার্জনই সিদ্ধান্ত নেবেন ওর ব্যাপারে কী করা যায়।  অস্ত্রোপচারের পর সাধারণত পাঁচ মাসের মতো সময় নেয়। ওর পুনর্বাসন চলছে, ফেরার প্রক্রিয়া চলছে, অস্ত্রোপচার না লাগলে আমরা আরো এক থেকে দেড় মাস সময় নেব।’



রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৭/পরাগ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়