ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘শহীদ বুদ্ধিজীবীরাই আমাদের পথ দেখিয়েছেন’

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ১৪ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 ‘শহীদ বুদ্ধিজীবীরাই আমাদের পথ দেখিয়েছেন’

শিল্পমন্ত্রী অ‌্যাড নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শহীদ বুদ্ধিজীবীরাই আমাদের পথ দেখিয়েছেন। তারা বেঁচে থাকলে দেশ আরো অনেক দূর এগিয়ে যেত। জাতিকে মেধাশূণ্য করতে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয়ের শেষ মুহূর্তে পাকিস্তানের হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবেই ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের বাসাবাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছিল।

শনিবার নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, সেই ষাটের দশকে, সেই প্রথিতযশা শিক্ষকদের ১৪ ডিসেম্বর মিরপুর বধ্যভূমিতে নিয়ে হত্যা করা হয়। ১৬ ডিসেম্বরই শেষ হয়ে যায়নি। তারপরও কিছু কিছু আন্ত:যুদ্ধ চলছিল। যার ফলে জহির রায়হানের মতো লোককেও আমরা খোঁজে পাইনি। স্বাধীনতার কিছুদিন অতিবাহিত হওয়ার পর তারা আবার ৭৫ এ ঘুরে দাঁড়িয়েছিল।

নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদীর সিভিল সার্জন ডা. হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সফর আলী ভূইয়া, নরসিংদী জেলা  ‍দুর্নীতি দমন কমিশনের সভাপতি প্রফেসর সূর্য কান্ত দাস, নরসিংদী চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির ও সেক্টর কমান্ডার ফোরাম-৭১’র জেলা সভাপতি আবদুল মোতালিব পাঠান প্রমুখ।


নরসিংদী/হানিফ/নাসিম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়