ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শামীমের ১০ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শামীমের ১০ দিনের রিমান্ড আবেদন

ঢাকার গুলশান থানায় মানিলন্ডারিং আইনের মামলায় জি কে শামীমের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে মামলার তদন্ত সংস্থা সিআইডি।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ। বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শেখ রকিব জানান, গুলশানের মানিলন্ডারিং আইনের মামলায় জি কে শামীমের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি। কিন্তু তিনি অন্য মামলায় রিমান্ডে রয়েছেন। বুধবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।  আদালতে হাজির করা হলে গ্রেপ্তার ও রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

গত ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে নিজ কার্যালয় থেকে জি কে শামীমকে সাত দেহরক্ষীসহ আটক করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থপাচার আইনে তিনটি মামলা হয় । ২১ সেপ্টেম্বর জি কে শামীমের অস্ত্র ও মাদকের দুটি মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

ঢাকা/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়