ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শারমিন-রুমানা জুটির রেকর্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শারমিন-রুমানা জুটির রেকর্ড

শারমিন আক্তার ও রুমানা আহমেদ

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ওয়ানডেতে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েছেন শারমিন আক্তার ও রুমানা আহমেদ।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে শনিবার দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তৃতীয় উইকেটে ১২৭ রানের জুটি গড়েন শারমিন। ওয়ানডেতে এটিই এখন বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।



আগেরটিতেও ছিলেন শারমিন। ২০১১ সালে বাংলাদেশের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে শারমিন ও শুকতারা রহমান তুলেছিলেন ১১৩ রান।

সাভারে সেদিন শারমিন ও শুকতারা- দুজনই ফিফটি করেছিলেন। শনিবার কক্সবাজারেও ফিফটি করেছেন শারমিন (৭৪) ও রুমানা (৬৮)। ২২৪ রান তাড়া করতে নেমে তাদের রেকর্ড জুটির পরও অবশ্য ১৭ রানে হেরেছে বাংলাদেশ।



মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের সেরা তিন জুটি

জুটি                                        রান     উইকেট        প্রতিপক্ষ         ভেন্যু           তারিখ

শারমিন আক্তার, রুমানা আহমেদ    ১২৭      তৃতীয়        দ. আফ্রিকা     কক্সবাজার     ১৪ জানুয়ারি ২০১৭

শুকতারা, শারমিন আক্তার             ১১৩     প্রথম         আয়ারল্যান্ড     সাভার          ২৬ জুন ২০১১

আয়েশা রহমান, লতা মন্ডল             ৯৩      দ্বিতীয়       দ. আফ্রিকা     সেঞ্চুরিয়ন      ২৪ সেপ্টেম্বর ২০১৩



রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়