ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শাহ আমানতে ২১ লাখ টাকার বিদেশি সিগারেট আটক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহ আমানতে ২১ লাখ টাকার বিদেশি সিগারেট আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৭৯৫ কার্টন বিদেশি সিগারেট আটক করেছে এনএসআই ও কাস্টমস টিম।

আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একাধিক যাত্রীর লাগেজ তল্লাশি করে বৃহস্পতিবার রাতে এই সিগারেট জব্দ করা হয়।

বিমানবন্দর কাস্টমসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ১২৮ এর যাত্রীদের বিশেষ নজরদারি শুরু করে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ।

সেসময় বিমানযাত্রী মো. সোহেল রানার কাছে ৩০০ কার্টন, মো. সেলিমের কাছে ২৬০ কার্টন, মো. ইমতিয়াজের লাগেজ থেকে ১৯০ কার্টন, আবুল কালাম ও বেলাল মোহাম্মদের কাছে ২০ কার্টন করে, আবদুল আজিমের কাছে ৩০ কার্টন, কাজী মো. হানিফের কাছে ১৫ কার্টন ও পরিত্যক্ত অবস্থায় ২৬০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। আটকৃত সিগারেটের আনুমানিক মূল্য প্রায় ২১ লাখ টাকা।

এ ব্যাপারে কাস্টমস আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

রেজাউল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়