ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শায়েস্তাগঞ্জ পৌরসভার হিন্দু নারীদের শাড়ি উপহার

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ২৭ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শায়েস্তাগঞ্জ পৌরসভার হিন্দু নারীদের শাড়ি উপহার

হবিগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জের সনাতন ধর্মালম্বীর পূজার আনন্দ বাড়িয়ে দিয়েছে পৌর মেয়র মো. ছালেক মিয়ার উপহার।এবারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অন্তত দেড় হাজার হিন্দু নারীকে তিনি শাড়ি উপহার দিয়েছেন।

তিনি বাড়ি বাড়ি গিয়ে এসব হিন্দু নারীদের হাতে হাতে শাড়ি পৌঁছে দেন। শাড়ি পেয়ে অনেকেই অবাক হয়েছেন। কারণ, এর পূর্বে বাড়ি বাড়ি নতুন কাপড় উপহার নিয়ে কেউ নিয়ে আসেননি।  পৌর মেয়র মো. ছালেক মিয়া শাড়ি বিতরণ নিয়ে কয়েকদিন ব্যস্ত সময় অতিবাহিত করেন ।

উপহার পেয়ে অনেক হিন্দু নারীকেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। নতুন শাড়ী উপহার পাওয়া শম্মা রায়, মিনতি রাণী দাশ, উষা রাণী রায় এরা বললেন, ‘উপহার পেয়ে কি যে আনন্দ লাগছে, তা বলে প্রকাশ করা কঠিন। সবচেয়ে ভাল লাগছে যে, এবারের পূজায় সবাই মিলে পৌর মেয়রের উপহারের শাড়ি পড়ে পূজা করতে পারছি।

তারা বলেন, ‘উপহার গিয়ে আনতে হয়নি। মেয়র সাহেব নিজেই বাড়ি বাড়ি এ উপহার পৌঁছে দিয়ে গেছেন। আমরা সৌভাগ্যবান।

পৌর নাগরিক প্রসনজিৎ দেব বলেন, ‘পুরো পৌরসভার সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিয়ে নতুন দিগন্ত সৃষ্টি করেছেন। শুধু শাড়ি উপহার নয়, মন্ডপে মন্ডপে ব্যক্তিভাবে আর্থিক অনুদান প্রদান করে প্রশংসিত হয়েছেন। আমরা তাকে কোনো দিন ভুলতে পারব না।’ 

ভক্তবৃন্দসহকারে নিজ হাতে তিনি শাড়ীগুলো বাড়ি বাড়ি নিয়ে যেতে দেখা গেছে। শুধু শাড়ী নয় ব্যক্তিগতভাবে  মন্ডপে মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন।  মেয়র ছালেক মিয়ার পক্ষ থেকে

পৌর কাউন্সিলর খায়রুর আলম বলেন, ‘তিনিই প্রকৃত সেবক। এ ধরণের সেবা দেখে খুবই ভাল লাগছে। মানুষও তার এমন উদ্যোগের প্রশংসা করছে।

পৌর মেয়র মোঃ ছালেক মিয়া বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব এ পূজা।  বাড়ি গিয়ে তাদের হাতে এ উপহার তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এ উপহার গ্রহণ করে তারাও অত্যন্ত আনন্দিত হয়েছেন। তাদের মুখে হাসি দেখতে পেয়েছি। আমার ভাল লেগেছে।’

 

 

 

রাইজিংবিডি/হবিগঞ্জ/২৭ সেপ্টেম্বর ২০১৭/মো. মামুন চৌধুরী/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়