ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শায়েস্তাগঞ্জে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, তিন ঘণ্টা পর চালু

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৬, ৩০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শায়েস্তাগঞ্জে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, তিন ঘণ্টা পর চালু

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের দাউদনগরবাজার গেইটের কাছে উপবন ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

প্রত্যক্ষদর্শী আসলাম আলী জানান, রাত আড়াইটার দিকে একসঙ্গে একাধিক ট্রেন স্টেশনে প্রবেশ করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন ট্রেনের ইঞ্জিন তিন নম্বর লাইন দিয়ে ক্রস করতে গিয়ে লাইনচ্যুত হয়। এ সময় সড়ক ও রেলপথে যানচলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে মালবাহী ট্রেনের ইঞ্জিনের সহায়তায় উপবনের বগিগুলো সিলেট নিয়ে যাওয়া হয়েছে। এতে রোববার সকাল প্রায় ৬টার দিকে ট্রেন ও যান চলাচল স্বাভাবিক হয়।

সরিজমিন গিয়ে দেখা যায়, ইঞ্জিনসহ একটি বগি উদ্ধারের জন্য কাজ করা হচ্ছে। তবে লাইনচ্যুত ট্রেনের বাকি বগিগুলো সরানোর ফলে মেইন লাইন ও সড়ক পথে ট্রেন ও যানবাহন চলাচল করতে কোনো সমস্যা হচ্ছে না।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, এক লাইন থেকে অপর লাইনে ক্রস করতে গিয়ে উপবন ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছিল। এ সময় ট্রেন চলাচল বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়েছে।



রাইজিংবিডি/হবিগঞ্জ/৩০ এপ্রিল ২০১৭/মো. মামুন চৌধুরী/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়