ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিক্ষককে লাঞ্ছিত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

অলোক সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ২৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষককে লাঞ্ছিত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এক প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠ ব্যবহারের অনুমতি দেওয়ার জেরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক আকনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ ঘটনার প্রতিবাদে সোমবার সকালে চার শতাধিক শিক্ষার্থী ক্লাস বর্জন করে স্কুলের সামনের সাতুরিয়া এলাকার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে অভিযুক্ত হুমায়ুন কবিরের বিচার দাবি করে।

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। অভিযুক্ত হুমায়ুন কবির ওই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য।

সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মধ্যে কয়েকটি গ্রুপিং বিদ্যমান থাকায় ওই মাঠ ব্যবহারে অনুমতি দেওয়ার জেরে হুমায়ুন কবির রোববার দুপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে কয়েক দফায় প্রধান শিক্ষক ফজলুল হক আকনের ওপর চড়াও হন।

রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, সড়ক অবরোধের খবর শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে অবরোধ তুলে দেওয়া হয় এবং ওসি (তদন্ত) স্কুলে গিয়ে সকলের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রধান শিক্ষককে শারীরিক লাঞ্ছিতের ঘটনায় অভিযোগ দিতে বলা হয়েছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত হুমায়ুন কবির জানান, স্কুলের সকল বিষয় প্রধান শিক্ষক তার ইচ্ছেমত করেন। এ সব বিষয় নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছে। সে বিষয়টি সভাপতি তার বাসায় বসে মিলিয়েও দিয়েছেন।



রাইজিংবিডি/ঝালকাঠি/২৭ মার্চ ২০১৭/অলোক সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়