ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শিক্ষাব্যবস্থায় প্রণোদনা প্যাকেজ দাবি ছাত্র ইউনিয়নের

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৪, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষাব্যবস্থায় প্রণোদনা প্যাকেজ দাবি ছাত্র ইউনিয়নের

দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় শিক্ষাব্যবস্থার জন্য প্রয়োজন পৃথক প্রণোদনা প্যাকেজ দাবি করেছে ছাত্র ইউনিয়ন।

বুধবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারি করোনা মোকাবিলায় নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্তদের  অর্থনৈতিক অবস্থা বিবেচনায় অবিলম্বে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ৬ মাসের টিউশন ফি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১ সেমিষ্টার ফি বাতিল করে করোনার দুর্বিপাকে স্থবির হয়ে যাওয়া শিক্ষাব্যবস্থার জন্য পৃথক প্রণোদনা প্যাকেজের দাবি  জানাচ্ছে ছাত্র ইউনিয়ন।

যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল এবং সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থার বড় একটা অংশ বেসরকারি ব্যবস্থার আওতাধীন এবং লক্ষাধিক শিক্ষার্থী রয়েছেন যারা টিউশনি বা বিভিন্ন পার্ট-টাইম চাকরির মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে নিজের পড়াশোনাসহ পরিবার চালাচ্ছেন।  বর্তমান অবস্থায় চূড়ান্ত অর্থনৈতিক সমস্যায় জর্জরিত এই পরিবারগুলো সামনের দিনে অর্থনৈতিকভাবে আরো জর্জরিত হবে।

 

/সাইফ/

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়