ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ২০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষকরা

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে বসেছেন।

রোববার রাত ৮ টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ বৈঠক শুরু হয়।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ফোনালাপের মাধ্যমে এ বৈঠকের সিদ্ধান্ত হয়। বৈঠকের পর নতুন সিদ্ধান্ত জানাবেন আন্দোলনকারী শিক্ষকরা।

সারা দেশে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা একযোগে এমপিওভুক্তির দাবিতে ১৪ অক্টোবর থেকে আন্দোলন করে আসছেন।

গত শুক্রবার থেকে আমরণ অনশনে যাওয়ার কথা থাকলেও শিক্ষামন্ত্রীর ফোন পেয়ে তা স্থগিত করেন শিক্ষকরা। কিন্তু জাতীয় প্রেসক্লাবে ষষ্ঠ দিনের মতো তাদের অবস্থান অব্যাহত রাখেন।

শিক্ষক নেতারা জানান, আজ আলোচনা ফলপ্রসূ হলে আন্দোলন স্থগিত করে বাড়ি ফিরে যাবেন তারা। যদি তা না হয়, তবে সোমবার থেকে শিক্ষক-কর্মচারীরা আমরণ অনশনে বসবেন।


ঢাকা/ইয়ামিন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়