ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিক্ষার উন্নয়নে সালমার নতুন উদ্যোগ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ২৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষার উন্নয়নে সালমার নতুন উদ্যোগ

কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে সালমা

শিক্ষার উন্নয়নে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। স্বামী সানাউল্লাহ্ নূর সাগরের অনুপ্রেরণায় ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’ প্রতিষ্ঠা করেছেন এই সংগীতশিল্পী।

ইতোমধ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে ময়মনসিংহের হালুয়াঘাট বড়দাস পাড়ায় ৩০০ শিশুর মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সালমা। পরবর্তীতে কুষ্টিয়ার বিভিন্ন স্কুলে ধারাবাহিকভাবে এই কাজ করবেন। ধীরে ধীরে দেশব্যাপী এ কাজ করবেন বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।

নতুন এই উদ্যোগ প্রসঙ্গে সালমা বলেন, ‘জীবনের নতুন অধ্যায় শুরু করলাম মানবিক উন্নয়নে কাজ করার মাধ্যমে। শিক্ষার প্রসারে সর্বদা কাজ করব কোমলমতি শিশুসহ সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে নিজের ফাউন্ডেশন ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’-এর মাধ্যমে। দীর্ঘদিন যাবৎ সমাজের কাজে নিজেকে কিছুটা বিলিয়ে দেয়ার ইচ্ছা লালন করছিলাম। কিন্তু কীভাবে কাজটি শুরু করব বুঝতে পারছিলাম না। কারো সহযোগিতাও পাচ্ছিলাম না। অবশেষে আমার স্বামী সানাউল্লাহ নূর সাগরের সহযোগিতায় আল্লাহর নামে শুরু করলাম। মানবিক উন্নয়নে প্রধান এবং একমাত্র হাতিয়ার শিক্ষা। তাই বাকি জীবনটা আমি ও আমার স্বামী মিলে শিক্ষা নিয়ে একনিষ্ঠভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, ‘আমাদের মতো ক্ষুদ্র মানুষের প্রচেষ্টা যদি সামান্য হলেও সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে সেটাই হবে পরম পাওয়া। সেই সঙ্গে সমাজের বিত্তবান মানুষদেরকে আহ্বান করব তারা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন পিছিয়ে পড়া জনপদের মানুষদের উন্নয়নে। সুন্দর দেশটা আরো সুন্দর হোক, সকলের সুশিক্ষা নিশ্চিত হোক।’


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়