ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘শিবির শিবির’ বলে ছাত্রলীগ হামলা করে: ছাত্র ফ্রন্ট

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শিবির শিবির’ বলে ছাত্রলীগ হামলা করে: ছাত্র ফ্রন্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ‌্যালয়ে ছাত্রলীগ সেখানকার সভাপতি জুয়েল রানার নেতৃত্বে ‘শিবির শিবির’ বলে চিৎকার করে উপচার্যের পদত‌্যাগের দাবিতে আন্দোলনরতদের ওপর হামলা করে বলে জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীর উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানান।

কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সালমান সিদ্দিকীর পাঠানো বিবৃতিতে তারা বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ আন্দোলন চলছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবারও উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের ধর্মঘট ও অবস্থান কর্মসূচি চলছিল। উক্ত সমাবেশে জাবি ছাত্রলীগ শাখার সভাপতি জুয়েল রানার নেতৃত্বে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ ২০ জনের অধিক আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সভাপতি মাহাথির মুহম্মদ। ’

বাম এই দুই ছাত্রনেতা বলেন, সারাদেশে শিক্ষাঙ্গনে যখন একদিকে দুর্নীতি চলছে, অন্যদিকে তার বিরুদ্ধে ছাত্র আন্দোলন ও গড়ে উঠছে। অন্যায়ের বিরুদ্ধে ছাত্ররা সোচ্চার হচ্ছে। কিন্তু আমরা বরাবরই দেখছি, যখন কোন যৌক্তিক দাবিতে ছাত্ররা আন্দোলন করে, তখন প্রশাসন ও ছাত্রলীগ গায়ের জোরে হামলা চালিয়ে সে আন্দোলন দমনের চেষ্টা করে।  তারই নগ্ন প্রকাশ ঘটেছিল নিরাপদ সড়ক আন্দোলনে। ঠিক একইভাবে আমরা দেখেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক-শিক্ষার্থীরা যে আন্দোলন করছে ‘শিবির’ ট্যাগ দিয়ে তার উপর ছাত্রলীগ ন্যাক্কারজনক হামলা চালালো। তারা ‘শিবির শিবির বলে চিৎকার করতে করতে এসে কোন উস্কানি ছাড়াই হামলা করে। একইভাবে ট্যাগ দিয়ে তারা কিছুদিন আগে বুয়েট শিক্ষার্থী আবরারকে হত্যা করেছে। ’

সারাদেশে ফ্যাসিস্ট কায়দায় ছাত্র ফ্রন্টের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার জনগনের ভিন্নমতকে যেভাবে দমন করছে, ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগও একই কায়দায় ছাত্র আন্দোলনকে দমন করছে।’

জাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ সভাপতি জুয়েল রানাসহ হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও উপাচার্যের পদত্যাগ দাবি করে প্রগতিশীল ছাত্রজোটের অন‌্যতম এই সংগঠন।


ঢাকা/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়