ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে ফেরি চলাচল ব্যাহত

বেলাল রিজভী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ১৮ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে ফেরি চলাচল ব্যাহত

মাদারীপুর প্রতিনিধি : পদ্মায় অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকা এবং তীব্র স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

পদ্মার পানি বৃদ্ধি পেয়ে কাঁঠালবাড়ি ঘাট এলাকায় বিপৎসীমার ২৬ সেন্টিমিটার  উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তোড়ে মাদারীপুরের শিবচর উপজেলার চরাঞ্চলের কাঁঠালবাড়ি, চরজানাজাত, মাদবরচর, বন্দরখোলা এবং সন্নাসীরচর ইউনিয়নে ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।

কাঁঠালবাড়ির চারটি ফেরি ঘাটের মধ্যে তিনটির কিছু অংশ পানিতে ডুবে গেছে। ঝুঁকি নিয়ে গাড়ি ফেরিতে ওঠা-নামা করছে। তীব্র স্রোতে ফেরি পারাপারে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় বেশি লাগছে। ফলে উভয় পাড়ে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে ফেরি চলাচল। ফেরি চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ম্যানেজার আ. সালাম বলেন, চারটি ঘাটের মধ্যে তিনটিতে পানি উঠেছে। ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহম্মেদ বলেন, পদ্মা নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তার কাজ চলছে।

 

 

রাইজিংবিডি/মাদারীপুর/১৮ আগস্ট ২০১৭/বেলাল রিজভী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়