ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিল্পকলায় ‘রহু চণ্ডালের হাড়’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪০, ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিল্পকলায় ‘রহু চণ্ডালের হাড়’

‘রহু চণ্ডালের হাড়’ নাটকের দৃশ্য

বিনোদন ডেস্ক: নাটকের দল আরশিনগর গত বছরের শেষের দিকে মঞ্চে নিয়ে আসে ‘রহু চণ্ডালের হাড়’। অভিজিৎ সেনের উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনায় রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক রেজা আরিফ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির ১৬তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

নাটকের গল্পে দেখা যাবে— বাজিকররা জীবন পরিক্রমায় মুখোমুখি হয় নানা ঘাত-প্রতিঘাতের। গল্পের চরিত্র দনু, পীতেম, পরতাপ, সালমা, প্রেমা, আনন্দ, জামির কিংবা রাধার যে জীবন আখ্যান অভিজিৎ সেন মূল উপন্যাসে তুলে ধরেছেন, তা এ নাটকেও দৃশ্যমান। তবে মূল উপন্যাসে পাঁচ প্রজন্মের ঘটনা প্রবাহ থাকলেও নির্দেশক নাটকে তিন প্রজন্মের গল্পকথা তুলে এনেছেন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—আসাদুজ্জামান আবির, স্বপ্নীল সোহেল, শ্যামাঙ্গিনী শ্যামা, শারমিন ডেইজি, ওয়াহিদ খান সঙ্কেত, নুসরাত জিসা, হৃদয় বসাক, তানজিম আহমেদ, প্রিন্স সিদ্দিকী, নাজমুল রিগান, নওরীন নিপু, হাসান অমিত, জিনাত জাহান নিশা, আইনুন পুতুল প্রমুখ।

ড. সোমা মুমতাজের কোরিওগ্রাফিতে মঞ্চসজ্জা করেছেন আলী আহমেদ মুকুল। আলোক পরিকল্পনায় শাহীন রহমান। পোশাক পরিকল্পনায় রেজওয়ানা মৌরি রেজা।


রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়