ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শুল্ক ফাঁকির অভিযোগে কোটি টাকার জিপ আটক

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুল্ক ফাঁকির অভিযোগে কোটি টাকার জিপ আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে বিপুল অংকের শুল্ক ফাঁকির অভিযোগে কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল পাজেরো জিপ আটক করেছে চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

সোমবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম মহানগরীর মেডিক্যাল কলেজ মোড় থেকে গাড়িটি আটক করা হয়।

চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক তারেক মাহমুদ গাড়ি আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বিপুল অংকের শুল্ক ফাঁকির অভিযোগে কোটি টাকা মূল্যের একটি পাজেরো জিপ আটক করা হয়েছে। গাড়িটিতে ইংরেজিতে চট্ট-মেট্রো ০০-০০৯৭ নম্বর লেখার রয়েছে।

শুল্কমুক্ত সুবিধায় গাড়িটি আমদানি করে এর অপব্যবহার করা হয়েছে বলে এই গোয়েন্দা কর্মকর্তা জানান। গাড়িটিতে কমপক্ষে এক কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৩ ফেব্রুয়ারি ২০১৭/রেজাউল করিম/রিশিত 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়