ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শেয়ার বাজারে প্রথম দিনেই হোঁচট খেল উবার

মোখলেছুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ১১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেয়ার বাজারে প্রথম দিনেই হোঁচট খেল উবার

মোখলেছুর রহমান : প্রথম দিনেই শেয়ার বাজারে বড় রকমের একটি ধাক্কা খেল উবার। যদিও অনেকেই ভেবেছিলেন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে নতুন এক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে উবার।

শুক্রবার ট্রেডিংয়ের প্রথম দিনেই উবারের শেয়ারগুলোর বিক্রি স্থগিত হয়ে যায়। প্রথম দিকে বিনিয়োগকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করলেও দিন শেষে উবারের প্রতিশেয়ারের মূল্য ৭.৬ শতাংশ কমে ৪২ ডলারে দাঁড়ায়। শেয়ার কেনা বেচা শুরুর আগে উবারের প্রতি আইপিওর দাম ছিল ৪৫ ডলার।

ফ্লোরিডা ইউনিভার্সিটির সুপরিচিত আইপিও পর্যবেক্ষক জে রটারের মতে, যেসব বিনিয়োগকারী প্রতি শেয়ার ৪৫ ডলার মূল্যে ১৮০ মিলিয়ন শেয়ার ক্রয় করেছিলেন দিন শেষে তাদের সর্বমোট ৬১৮ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। ১৯৭৫ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আইপিওর মূল্য অধঃপতনের দিক থেকে এটিই সবচেয়ে খারাপ দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তবে আমেরিকান ডিপোজিটরি শেয়ারের মাধ্যমে বিদেশে স্টক তালিকা এর মধ্যে অন্তর্ভূক্ত নয়।

আর প্রথম দিনে শেয়ারের মূল্যের পতনের দিক থেকে উবারের আইপিও নবম নিকৃষ্ট আইপিও হিসাবে স্থান করে নিল।

দর পতনের এই ঘটনা সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল সহ সকল বিনিয়োগকারীদের উপর এক বিশাল চাপ সৃষ্টি করেছে, যারা ৪৫ ডলারের উপর প্রতি শেয়ারের মূল্য থাকা অবস্থায় এককালীন অনেক শেয়ার কিনেছিলেন।

তবে প্রথম দিন ট্রেডিং এর ভিত্তি করে কোনো কোম্পানির ভবিষ্যত নির্ধারণ যায় না। কারণ ফেসবুকও শেয়ার বাজারে প্রথম দিন মুখ থুবড়ে পড়ে ছিল। কিন্তু পরবর্তীতে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে।

তথ্যসূত্র : ফরচুন



রাইজিংবিডি/ঢাকা/১১ মে ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়