ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘শোক দিবসে কয়েক স্তরের নিরাপত্তা’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ১৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শোক দিবসে কয়েক স্তরের নিরাপত্তা’

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর, বঙ্গবন্ধু জাদুঘর ও বনানী কবরস্থানসহ রাজধানী জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার ঢাকা মেট্রোলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানিয়ে বলেন, শহীদদের উদ্দেশে পুষ্পস্তবক অর্পণ ও সম্মান প্রদর্শন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, এমপিসহ সামরিক-বেসামরিক ও কূটনীতিকরা।

তাদের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

সকালে ধানমন্ডির ৩২ নম্বরে নিরাপত্তা ব্যবস্থা পরিদশর্ন শেষে তিনি আরো বলেন, নিরাপত্তার স্বার্থে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। প্রত্যেকটি গেটে আর্চওয়ে থাকবে এবং সেখানে সবাইকে তল্লাশি করা হবে।

নির্ধারিত পোশাকে ও সাদা পোশাকে পুলিশ, র‌্যাবের সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবেন। ভিভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে উন্মুক্ত করে দেওয়া হবে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা। একইভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি সতর্কতা থাকবে।

এদিন নিরাপত্তার অংশ হিসেবে যানবাহন চলাচলে বিশেষ নিদের্শনা দেওয়া হয়েছে।আশা করছি জনগণ পুলিশকে সহযোগিতা করবেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৯/মাকসুদ/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়