ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘সংখ্যালঘুবিদ্বেষী মন্তব্য নিয়মিত বিষয় হয়েছে’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সংখ্যালঘুবিদ্বেষী মন্তব্য নিয়মিত বিষয় হয়েছে’

নিজস্ব প্রতিবেদক : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও বিদ্বেষমূলক মন্তব্য নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়।

শাহরিয়ার কবির  বলেন, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিস্ময়কর আর্থ-সামাজিক উন্নয়নের পথ রোধ করতে চায় তারাই মূলত এসব ঘটনা ঘটাচ্ছে। এরাই হলো সম্প্রদায়িক ঘটনার আশ্রয়দাতা।

তিনি বলেন, একটি চক্র প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো অজুহাত সৃষ্টি করে ভিন্ন ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে এবং তাদের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করছে। যারা বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সংবিধানকে আঘাত করছে তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক গুজব ছড়ানোর মাধ্যমে সংখ্যালঘুদের ওপর নানা নির্যাতনের বিবরণ দেন।


রাইজিংবিডি/ঢাকা/২ আগস্ট ২০১৯/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়