ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘সন্তানদের মূল‌্যবোধের শিক্ষা দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৭, ১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সন্তানদের মূল‌্যবোধের শিক্ষা দিতে হবে’

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সন্তানদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দিতে হবে। 

রোববার রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে ২৫তম আন্তর্জাতিক সর্বধর্মীয় বিশ্বজনীন প্রার্থনা সভায় তিনি এ কথা বলেন। হাক্কানী আঞ্জুমান নামে একটি সংগঠন এ সভার আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, ‘প্রকৃত ধার্মের অনুসারী করে সন্তানদের গড়তে হবে। এর শুরুটা হতে হবে পরিবার থেকে। ধর্ম নিয়ে হানাহানি কেন করব, কেন অন্যের মতকে শ্রদ্ধা করবে না। আমরা অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ চাই।’

মন্ত্রী বলেন, ‘আমাদের সন্তানরা কেন জঙ্গিবাদে জড়াচ্ছে সেটা অভিভাবক হিসেবে আমাদের ভাবতে হবে। প্রধানমন্ত্রী একটি সুখি ও সমৃদ্ধশালী দেশ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাগুফা ইয়াসমিন, নৌ সচিব মো. আবদুস সামাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্মতত্ব ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. ফাদার তপন ডি রোজারিও।



ঢাকা/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়