ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সপ্তাহব্যাপী হিস্টোপ্যাথলজি টেকনোলজি বিষয়ক প্রশিক্ষণ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সপ্তাহব্যাপী হিস্টোপ্যাথলজি টেকনোলজি বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্যাথলজি বিভাগে ‘হ্যান্ডস অন ট্রেনিং অব হিস্টোপ্যাথলজি টেকনোলজিস্টস’ শীর্ষক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে ১৪ জন টেকনোলজিস্টকে সনদ দেওয়া হয়েছে।

বিএসএমএমইউর সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ কামাল, অধ্যাপক ডা. আশরাফুননেছা। আরো বক্তব্য রাখেন ফ্রান্সের ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের (আইএআরসি) রিসার্চ অ্যাসিসট্যান্ট ক্রিস্টিন কেরেইরা।



রাইজিংবিডি/ঢাকা/৯ মার্চ ২০১৭/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়