ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সব নেটওয়ার্কেই পিওএস মেশিনে লেনদেন হবে

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সব নেটওয়ার্কেই পিওএস মেশিনে লেনদেন হবে

দেশে কার্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) নেটওর্য়াক ছাড়াও অন্যান্য নেটওয়ার্কের মাধ্যমে পয়েন্ট অব সেল মেশিনে (পিওএস) স্থানীয় লেনদেন করতে পারবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশে কার্যরত ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) সব সদস্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের পয়েন্ট অব সেল (পিওএস) ভিত্তিক স্থানীয় লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজস্ব সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করে এনপিএসবির পাশাপাশি অন্যান্য নেটওয়ার্কের মাধ্যমেও পরিচালনা-সম্পন্ন করতে পারবে।

বর্তমানে এনপিএসবি নেটওর্য়াক ছাড়াও মাস্টারকার্ড, ভিসাসহ আরো কয়েকটি আর্ন্তজাতিক পেমেন্ট সিস্টেম নেটওর্য়াকের কার্যক্রম চালু রয়েছে বাংলাদেশে।

নগদ অর্থ লেনদেন হ্রাস বা নিরুৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন পেমেন্ট চ্যানেলের মাধ্যমে লেনদেনে উৎসাহী করতে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর থেকে শুধুমাত্র এনপিএসবি সদস্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর লেনদেন করার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

সেই নির্দেশনা বাতিল করে দেশে কার্যরত সব পেমেন্ট নেটওর্য়াকের মাধ্যমে লেনদেন করার সুবিধা চালুর ঘোষণা দেয়া হলো।


ঢাকা/হাসান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়