ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সমকালীন সাহিত্যিকদের অনেকের লেখাই আমার পছন্দ: মনিরুল ইসলাম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৯, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমকালীন সাহিত্যিকদের অনেকের লেখাই আমার পছন্দ: মনিরুল ইসলাম

চলছে অমর একুশে গ্রন্থমেলা-২০২০। ভাষা আন্দোলনের মাসে বিশেষ এই আয়োজনের জন্য সারা বছর অপেক্ষায় থাকেন বইপ্রেমীরা। মেলায় জমে কবি-সাহিত্যিকদের আড্ডা। পাশাপাশি বই কিনতে ভিড় করেন সাধারণ মানুষ। সবমিলিয়ে বইমেলা হয়ে ওঠে লেখক-পাঠকদের মিলনমেলা।

গ্রন্থমেলায় এসেছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তবে তিনি মেলায় আসেন বইপ্রেমী হিসেবে। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বই দেখেন ও কেনেন তিনি। এসময় প্রিয় লেখক ও গ্রন্থমেলার সার্বিক পরিস্থিতি নিয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন।

মনিরুল ইসলাম বলেন, ‘সমকালীন সাহিত্যিকদের মধ্যে অনেকের লেখাই আমার পছন্দ। বিশেষ করে আনিসুল হক, মশিউর, আমাদের পুলিশের মোশতাক আহমেদ। যদিও তিনি সায়েন্স ফিকশন লেখেন। এছাড়া মঈনুল আহসান সাবেরের বইও কিনেছি। উনার বই পড়ি। শওকত আলীর বই পড়ি। হাসান আজিজুল হক স্যারের বইও আমার পছন্দের তালিকায় রয়েছে।’

কবিতা পছন্দ করেন কিনা? এই প্রশ্নের উত্তরে মনিরুল ইসলাম বলেন, ‘কবিতা পছন্দ করি। কিন্তু খুব কম পড়া হয়। কবিতা পড়ে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করি না। রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলামের কবিতা পড়ার যুগের মানুষ তো আমরা, নতুন কবিদের কবিতা পড়ার সুযোগ খুব বেশি হয়নি।’

বইমেলার সার্বিক পরিস্থিতি জানিয়ে তিনি বলেন, ‘প্রতি বছরই আমরা একটু একটু করে সামনের দিকে এগুচ্ছি। বইমেলার অবয়ব অনেক বাড়ানো হয়েছে। এর আগে ২১ ফেব্রুয়ারি এসেও দেখেছি প্রচুর মানুষ। কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এটা পরিসর বাড়ানোর জন্য এড়ানো সম্ভব হয়েছে। আর অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনাও নেই। পরিবারসহ, বিভিন্ন বয়সি ছেলে-মেয়েরা এসে স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি করছে। আড্ডা দেওয়া, বই দেখা, বই কেনার একটা সুযোগ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার সবকিছু আরো বেশি সুন্দর।’

দেখুন ভিডিও:




ঢাকা/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়