ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সমন্বিত বিনিয়োগ পলিসির উদ্যোগ বিডার

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ২৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমন্বিত বিনিয়োগ পলিসির উদ্যোগ বিডার

অর্থনৈতিক প্রতিবেদক : সমন্বিত বিনিয়োগ পলিসি তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বুধবার সংস্থার সার্বিক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।

সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম সমন্বিত বিনিয়োগ পলিসির গুরুত্ব তুলে ধরে বলেন, সমন্বিত বিনিয়োগ পলিসি বাস্তবায়িত বা আইনে পরিণত হলে দেশি বিদেশি বিনিয়োগে আসবে নতুন গতি, সেবা হবে আরো সহজ ও দ্রুত।

বক্তারা বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য অন্যতম নিরাপদ স্থান হয়ে উঠেছে।গত বছর সরাসরি বৈদেশিক বিনিয়োগ ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ। বিনিয়োগের এই ধারাকে আরো যুগোপযোগী করতে বিভিন্ন অংশীজনের সাথে মত বিনিময় করে সমন্বিত বিনিয়োগ পলিসি তৈরির উদ্যোগ গ্রহণ করেছে বিডা। এটি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে যা পরবর্তী বোর্ড সভায় চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সভায় জানানো হয়,এই বিনিয়োগ পলিসির মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বিষয় একটি আইনি কাঠামোর ভিতরে চলে আসবে। ফলে বিনিয়োগ কার্যক্রমের গতি বাড়বে। বর্তমানে কয়েকটি আইন বিনিয়োগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও বিনিয়োগবান্ধব ভবিষ্যৎ বাংলাদেশের জন্য স্বতন্ত্র ও সমন্বিত বিনিয়োগ আইনের বিকল্প নেই।

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৯/নাসির/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়