ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

‘সরকার পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সচেষ্ট’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘সরকার পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সচেষ্ট’

মতবিনিময় সভায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

সরকার পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সচেষ্ট আছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

সোমবার (৩ আগস্ট) ঈদুল আজহার ছুটি শেষে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর/সংস্থার কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

সভায় বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পাটমন্ত্রী বলেন, বর্তমান সরকার পাটের ন্যায্য মূল্য নির্ধারণ, এসএমএস-ভিত্তিক পাট কেনাবেচার ব্যবস্থা, কাঁচা পাট ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, পাটজাত পণ্য রপ্তানিতে প্রণোদনা ও অভ্যন্তরীণ ব্যবহার বাড়াতে কাজ করছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় পাট চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি পাট শিল্পের সম্প্রসারণে সব ধরনের সহায়তা করবে সরকার।

তিনি জানান, বর্তমান বাজার ও ভবিষ্যৎ সম্ভাবনার পরিপ্রেক্ষিতে পাটপণ্যের উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন ও পুনঃবিন্যাস করে বন্ধ পাটকলগুলো জরুরি ভিত্তিতে পুনরায় চালু করতে কাজ করছে সরকার।

ঢাকা/আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়