ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সরকারের ‘অবহেলায় করোনায়’ মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৯, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারের ‘অবহেলায় করোনায়’ মৃত্যু!

থমাস হারভে (৫৭) রোগীকে সেবা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।পরিবারের দাবি সরকারের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হারভে যুক্তরাজ্যের জতীয় স্বাস্থ্য পরিষেবায় (এনএইচএস) ২০ বছর ধরে কাজ করতেন। লন্ডনের গুডমায়েস হাসপাতালে শুধু হ্যান্ড গ্লোভস পড়ে রোগীদের দেখাশুনা করতেন থমাস হারভে। কয়েক দিন যাকে সেবা করেন তিনি পরবর্তীতে করোনায় আক্রান্ত হন।

তার মেয়ে তামিরা হারভের অভিযোগ, ব্রিটেন সরকারের অবহেলার কারণে তার বাবার মৃত্যু হয়েছে। ওই হাসপাতাল থমাস হারভেকে পিপিই দিলে তার হয়ত মৃত্যু হত না।

তবে ওই হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, থমাস হারভার যে ওয়ার্ডে কাজ করতেন সেখানে কোন করোনা রোগী ছিলেন না।

থমাস হারভারের এক কলিগ জানান, থমাস যাকে সেবা করতেন তিনি পরবর্তীতে করোনায় আক্রান্ত হয়েছেন।

থমাসের মেয়ের আরও অভিযোগ, তার বাবার করোনার লক্ষণের কথা বলে জরুরি সেবাকে জানালেও তারা হাসপাতালে নিতে অস্বীকৃতি জানায়।



ঢাকা/জেনিস  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়