ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সহনশীলতা গণতন্ত্রের সৌন্দর্য : গয়েশ্বর

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ১৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সহনশীলতা গণতন্ত্রের সৌন্দর্য : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘টলারেন্স ইজ দ্য বিউটি অব ডেমোক্রেসি (সহনশীলতা গণতন্ত্রের সৌন্দর্য)। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এ বৈশিষ্ট্যটি দৃঢ়ভাবে লালন করতেন। তিনি লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী ছিলেন।’

শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী নাগরিক দল এ সভার আয়োজন করে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জিয়াউর রহমান কোনো সিদ্ধান্ত নেওয়ার পর যখন দেখতেন জনগণ তার বিপক্ষে কথা বলছে, তখন তিনি সিদ্ধান্ত প্রত্যাহার করতে বিন্দুমাত্র চিন্তা করতেন না। অসহিষ্ণু প্রশাসক কখনো রাষ্ট্র পরিচালনা করতে পারে না। জিয়াউর রহমান আজীবন দেশের জন্য সংগ্রাম করেছেন। যুদ্ধের শুরু আছে শেষও আছে। কিন্তু সংগ্রামের শুরু আছে শেষ নেই। যেকোনো আন্দোলন করতে হলে সংগ্রামের মানসিকতা দৃঢ়ভাবে পোষণ করতে হবে। জিয়াউর রহমান আমাদের সে শিক্ষা দিয়ে গেছেন।’

তিনি আরো বলেন, ‘আজকে আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারী হিসেবে বিরোধী দলকে দায়ী করছে। অথচ খুনিরা আওয়ামী লীগ সরকারের মাঝেই বিচরণ করছে। দেশের সব মানুষ এসব পরিকল্পনাকারীর বিষয়ে জানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সেটা জানেন না? অবশ্যই জানেন। শুধু অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে আঁতাতের অংশ হিসেবে কিছুই বলছেন না।’

সভায় নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির সহসভাপতি সাইদুর রহমান তামান্না প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৭/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়