ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সাকিবের তিন হাজার

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০০, ১৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাকিবের তিন হাজার

ক্রীড়া ডেস্ক: তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসান টেস্ট ক্রিকেটে তিন হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলার পথে সাকিব এ মাইলফলক অতিক্রম করেন।

এর আগে হাবিবুল বাশার সুমন ও তামিম ইকবাল বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে তিন হাজার রান পূর্ণ করেন। ২৯২৯ রান নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামেন সাকিব। বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার দারুণ ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের ২০তম হাফ-সেঞ্চুরি। হাফ-সেঞ্চুরির পরও ইনিংসটি বড় করছেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

শুক্রবার মধ্যাহ্ন বিরতির আগে ৬৬ রানে অপরাজিত ছিলেন সাকিব। বিরতির পর বাঁহাতি স্পিনার মিচেল স্ট্যানারের বলে সিঙ্গেল নিয়ে তিন হাজার রান পূর্ণ করেন দেশসেরা এ তারকা।

টেস্ট ক্রিকেট বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন তামিম ইকবাল। ৪৫ ম্যাচে তামিমের রান ৩৪০৫। ৫০ ম্যাচ খেলে হাবিবুল বাশার সুমন করেছেন ৩০২৬ রান।

ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও উজ্জ্বল সাকিব। ১৫৯ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার।  

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৭/ইয়াসিন

 

 

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়