ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্বাক্ষ্য দেবেন নুসরাতের দুই বান্ধবী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ৩০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বাক্ষ্য দেবেন নুসরাতের দুই বান্ধবী

যৌন হয়রানি নিয়ে নুসরাত জাহান রাফিকে জিজ্ঞাসাবাদের ভিডিও ছড়ানোর অভিযোগে সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলায় রাফির দুই বান্ধবী স্বাক্ষ‌্য দেবেন।

বুধবার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন নুসরাতের দুই বান্ধবীসহ ৩ জনের সাক্ষ্য দেয়ার আবেদন মঞ্জুর করেন।

এর আগে বিশেষ পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম তিন জনের সাক্ষ্য গ্রহণের আবেদন করেন।

তিন সাক্ষীরা হলেন নুসরাতের দুই বান্ধবী নাসরিন সুলতানা ফুর্তি ও নিসাত সুলতানা এবং সিআইডির ফরেন্সিক কর্মকর্তা মোহাম্মাদ বাদী।

আবেদন মঞ্জুর করে আগামী ৪ নভেম্বর তাদের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইবুনাল।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের সিনিয়র সহকারি পুলিশ সুপার রীমা সুলতানা সাক্ষ্য দেয়ার জন্য ট্রাইব্যুনালে হাজির হন। তবে রাষ্ট্রপক্ষে নুসরাতের দুই বান্ধবীসহ ৩ জনের সাক্ষ্য গ্রহণের আবেদন করায় এদিন তার সাক্ষ্য নেয়া হয়নি।

এ সম্পর্কে প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম বলেন, নিহত নুসরাতের দুই বান্ধবী ও অপর একজন সাক্ষী সিআইডির ফরেন্সিক কর্মকর্তা মোহাম্মাদ বাদী। এ মামলার অভিযোগ প্রমানের জন্য তদের সাক্ষ্য গুরুত্বপূর্ণ। তাই আবেদন করা হয়েছে। ওসি মোয়াজ্জেম যে মোবাইল থেকে ভিডিও ছড়িয়ে দিয়েছিল, ফরেনসিক কর্মকর্তা মোহাম্মাদ সেটার পরীক্ষক বলে এ প্রসিকিউটর জানান।

বুধবার শুনানিকালে কারাগারে থাকা আসামি ওসি মোয়াজ্জেম হোসেনকে ট্রাইব্যুনালে কারাকর্তৃপক্ষ হাজির করেন।

এর আগে মামলাটিতে রাষ্ট্রপক্ষে বাদী ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

মামলাটিতে গত ১৭ জুলাই ট্রাইব্যুনাল আসামি মোয়াজ্জেমের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠন করেন।

 

ঢাকা/মামুন খান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়