ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সাগরপথে আবারো মানবপাচার শুরু, উদ্ধার ১৯

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাগরপথে আবারো মানবপাচার শুরু, উদ্ধার ১৯

কক্সবাজার প্রতিনিধি : দুই বছর পর সাগর পথে আবারো অবৈধভাবে মালয়েশিয়ায় মানবপাচারের চেষ্টা চালাচ্ছে চিহ্নিত দালালরা।

মঙ্গলবার সকালে কক্সবাজারের টেকনাফের একটি বাড়িতে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশে রাখা দুই শিশুসহ ১৯ জন মিয়ানমারের নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে দুই দালালকেও। টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার বুলবুলি নামের এক নারীর বাড়িতে এ অভিযান চালানো হয়।

আটককৃত দালালরা হলো টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার মো. তৈয়ূবের স্ত্রী বুলবুলি (৩৫) ও একই এলাকার মুক্তার আহমদের ছেলে মো. খলিল প্রকাশ ইসমাইল (৩৬)।

টেকনাফ থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে পুলিশ অভিযান চালায়। অভিযানে উদ্ধার হওয়া মিয়ানমারের নাগরিকদের তথ্য মতে চার দালাল মিলে ১০ হাজার টাকা করে নিয়ে তাদের ট্রলারে করে মালয়েশিয়ায় পাঠানোর কথা ছিল। এ অভিযানে দুই দালাল আটক হলেও অপর দুইজন পালাতক রয়েছে। চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পালাতক দুই দালাল হল একই এলাকার মুক্তার আহমদের ছেলে আবুল হোসেন (৪২) ও শামসুল আলমের স্ত্রী ফাতেমা বেগম (২৬)।



রাইজিংবিডি/কক্সবাজার/৯ মে ২০১৭/সুজাউদ্দিন রুবেল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়