ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সাগরে ট্রলারডুবি, দুই জেলে নিখোঁজ

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ১২ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাগরে ট্রলারডুবি, দুই জেলে নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের উপকূলবর্তী বঙ্গোপসাগরে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। ট্রলারটির ১২ জন মাঝি মাল্লাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ওই ট্রলারের আরো দুই জেলে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ জেলেরা হলো- বেলাল (৫০) ও মং (২৫)। নিখোঁজ দুইজন কক্সবাজারের চকিয়ার উপজেলার বাসিন্দা।

উদ্ধার হওয়া জেলে রবি (৫৫) জানান, ১৪ জন মাঝি মাল্লা চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার জসীম উদ্দিনের মালিকানাধীন একটি ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যায়। কিন্তু রোববার রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়লে তারা উপকূলে ফেরার চেষ্টা করে। ট্রলারটি কলাতলী সংলগ্ন এলাকায় পৌঁছে ডুবে যায়। এতে দুই জেলে নিখোঁজ রয়েছে।

উদ্ধার হওয়া আরেক জেলে রশিদ বলেন, সাগরে ডুবে যাওয়ার পর ট্রলারটির কেবিন ভেসে ওঠে। তারপর সবাই মিলে কেবিনটির ওপর ভেসে ভেসে কোনো রকম সোমবার দুপুরে নাজিরারটেক পৌঁছায়। ওইখান থেকে স্থানীয়রা উদ্ধার করে আমাদের হাসপাতালে নিয়ে এসেছে।

কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক নোবেল কুমার বড়ূয়া জানান, আহত জেলেদের অনেকের হাত-পা ভেঙে গেছে। তাদের ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

রাইজিংবিডি/কক্সবাজার/১২ জুন ২০১৭/সুজাউদ্দিন রুবেল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়