ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিধ্বস্ত লায়ন বিমানের ককপিটের ব্ল্যাক বক্স মিলেছে

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৮, ১৪ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিধ্বস্ত লায়ন বিমানের ককপিটের ব্ল্যাক বক্স মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় সুমাত্রার পাংকাল পিনাং যাওয়ার সময় জাকার্তা থেকে উড্ডয়নের পর সাগরে বিধ্বস্ত লায়ন এয়ারের বিমানের ককপিটের ভয়েস রেকর্ডার সংবলিত ব্ল্যাক বক্স পাওয়া গেছে। দেশটির কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছেন।

গত অক্টোবরের ওই দুর্ঘটনায় লায়ন এয়ারের জেটি৬১০ নম্বর ফ্লাইটের ১৮৯ আরোহীর সবাই নিহত হন। পাইলট বিমানটি বিমানবন্দরে ফিরিয়ে আনার জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি চেয়েছিলেন। ঠিক তখনই বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তদন্তকারীরা জানিয়েছেন, বিমানে যান্ত্রিক ত্রুটি ছিল। দুর্ঘটনার পর বিমানটির মূল অংশ এখনো উদ্ধার হয়নি।

এর আগে গত ১ নভেম্বর উদ্ধারকারী ডুবুরিরা অক্ষত অবস্থায় বিমানের ভয়েস রেকর্ডের ব্ল্যাক বক্স ‍উদ্ধার করেছিলেন। সে সময় উদ্ধারকারী ডুবুরি হেন্দ্রা ইন্দোনেশিয়ার মেট্রো টিভিকে বলেন, ‘আমরা সমুদ্রের তলদেশে কাঁদার নিচে ব্ল্যাক বক্সটি পেয়েছি। এর রং কমলা। এটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে।’

আজ সোমবার উদ্ধার করা হয়েছে ককপিটের ভয়েস রেকর্ডের ব্ল্যাক বক্স। ফ্লাইটের তথ্য ও ককপিটের ভয়েস দুটি রেকর্ডই আলাদা ব্ল্যাক বক্সে সংগৃহীত থাকে।

সোমবার ইন্দোনেশিয়ার পরিবহন নিরাপত্তা কমিটির উপপ্রধান হারিও সাতমিকো সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা ককপিটের ভয়েস রেকর্ডধারী ব্ল্যাক বক্সটি খুঁজে পেয়েছি। তবে ঠিক কোথায় তা পাওয়া গেছে তা এ মুহূর্তে বলতে পারছি না।’

হারিও সাতমিকো সংবাদ সংস্থা এএফপিকে জানান, সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ব্ল্যাক বক্সের সন্ধান পাওয়া যায়।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মুখপাত্র আগুং নুগরহো জানান, ব্ল্যাক বক্সটি সমুদ্রের তলদেশে কাঁদার ৮ মিটার নিচে খুঁজে পাওয়া গেছে।

ককপিটের ভয়েস রেকর্ডের ব্ল্যাক বক্স থেকে জানা যেতে পারে, কীভাবে বিমানটি দুর্ঘটনায় পড়েছিল।

তথ্য : বিবিসি

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়