ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সাতক্ষীরা সীমান্ত থেকে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৩, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরা সীমান্ত থেকে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

সোমবার বিকেলে কাকডাঙ্গা সীমান্তের সোনাই নদীর মেইন পিলার ১৩ এর সাব-পিলার ৩ এর কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

এদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন সাতক্ষীরা সদর উপজেলার রেউই গ্রামের তজিবর রহমান ও বাবু হাসান।

বিজিবির কাকডাঙ্গা বিওপির কমান্ডার সুবেদার হায়দার আলী বলেন, তজিবর ও বাবুসহ তিনজন বিকেলে সোনাই নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে বিএসএফ তাদের আটক করে। তাদের ফেরত আনার ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু আটককৃতদের ভারতের সরুপনগর থানায় সোপর্দ করা হয়েছে।



রাইজিংবিডি/সাতক্ষীরা/১৭ জানুয়ারি ২০১৭/শাহীন গোলদার/উজ্জল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়