ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাতক্ষীরা সীমান্তে এক চোরাকারবারি আটক

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৬, ১৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরা সীমান্তে এক চোরাকারবারি  আটক

সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ওজনের পাঁচ পিস সোনার বারসহ এক চোরচালানীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের বিজিবির বাঁশকল চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম এছহাক আলী গাজী (৪৫)। সে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীদাড়ি গ্রামের মৃত বাহার আলী গাজীর ছেলে।

বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের জন্য সাতক্ষীরা শহর থেকে ভোমরা সীমান্তের দিকে আনা হচ্ছে সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা বিওপির বিজিবির একটি টহল দল বাঁশকল চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। রাত সাড়ে ৮টার দিকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে চালিয়ে বাঁশকল চেকপোস্ট অতিক্রম করে ভোমরা সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তার গতিরোধ করে। এ সময় মোটরসাইকেলটি থামিয়ে  তল্লাশির এক পর্যায়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ ভরি ওজনের পাঁচ পিস সোনার বার উদ্ধার করে বিজিবি সদস্যরা। এ সময় সোনা চোরচালানের অভিযোগে  মোটরসাইকেল চালক এছহাক আলী গাজীকে আটক করে বিজিবি।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন (পিএসসি) খবরের সত্যতা নিশ্চিত বলেন, আটককৃত সোনার ওজন ৫০ ভরি। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

 

 

রাইজিংবিডি/সাতক্ষীরা/১৯ এপ্রিল ২০১৭/এম.শাহীন গোলদার/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়