ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাতক্ষীরায় দুই রাখালকে ধরে নিয়ে গেছে বিএসএফ

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ২২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় দুই রাখালকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা দেবহাটার ভাতশালা সীমান্তের বিপরীতে ভারতের শ্বৈতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশি রাখালকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার ভোরে দেবহাটার ভাতশালা ও ভারতের শ্বৈতপুর সীমান্ত থেকে তাদেরকে ধরে নিয়ে যায় বিএসএফ।

বিএসএফের হাতে আটক বাংলাদেশিরা হলেন- দেবহাটার ঘলঘলিয়া গ্রামের মাজেদ গাজীর ছেলে হাসান গাজী ও চরশ্রীপুর গ্রামের জান মুহাম্মাদের ছেলে আজিজুল ইসলাম।

ফিরে আসা অন্য রাখালরা জানান, তারা শনিবার বিকেলে দেবহাটা উপজেলার ভাতশাল সীমান্ত পার হয়ে ভারতে যায় গরু আনতে। গরু নিয়ে ফেরার পথে ভারতের শ্বেতপুর বিএসএফের সদস্যর দুইজন বাংলাদেশি রাখালকে আটক করে। পরে তাদেরকে ব্যাপক মারপিট করে ধরে নিয়ে যায়। অন্যরা পালিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে।

ভাতশালা বিজিবির কোম্পানি কমান্ডার সুশীল ভৌমিক বলেন, আমরা এমন কোনো ঘটনা এখনো শুনিনি। তবে এই ব্যাপারে  আমরা খোঁজ খবর নিচ্ছি।



রাইজিংবিডি/সাতক্ষীরা/২২ জানুয়ারি ২০১৭/এম.শাহীন গোলদার/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়