ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আর নেই

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ২৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আর নেই

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের মেহেদিবাগের মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (৭৫) আর নেই । আজ বৃহস্পতিবার ভোররাতে নিজ বাড়িতে তিনি মারা যান।

প্রসঙ্গত, গত ৮মার্চ রাতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে পুলিশ ও সন্ত্রাসী বাহিনী পিটিয়ে আহত করে। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে জেলাব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

এরপর গত ১০ মার্চ মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে নির্যাতনের ঘটনায় সাতক্ষীরা সদর থানার  এস আই রমজান আলিকে সাময়িক বরখাস্ত করা হয়। সম্প্রতি আব্দুর রশিদ কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন। এরপর আজ ভোর রাতে তিনি মারা যান।

বিকেলে রাস্ট্রীয় মর্যাদায় তাকে গ্রামের বাড়ি সদর উপজেলার কুশখালিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।



রাইজিংবিডি/সাতক্ষীরা/২৭ এপ্রিল ২০১৭/এম.শাহীন গোলদার/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়