ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাতক্ষীরায় যুবলীগ নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৫, ১১ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় যুবলীগ নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় দুর্বৃত্তদের গুলিতে সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল কবিরকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

নিহতের মা আমেনা খাতুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মঙ্গলবার বেলা ১১টার সময় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে তারা সবাই জামায়াত-শিবিরের নেতা-কর্মী বলে উল্লেখ করা হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, অজ্ঞাত আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করছেন নিহতের মা। পুলিশ সোমবরা দিনগত রাতে পাঁচজনকে আটক করে। তাদের জিজ্ঞাসা বাদ শেষে তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে বাকি দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদাক রাসেল কবিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। রাসেল কবির ২০১৩ সালে জামায়াত-শিবিরে সহিংসতায় নিহত সাতক্ষীরা সদর উপজেলা কুচপুকুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।



রাইজিংবিডি/সাতক্ষীরা/১১ এপ্রিল ২০১৭/এম.শাহীন গোলদার/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়